ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগের নতুন নীতিমালা


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে স্বেচ্ছায় অবসর বা পদত্যাগের নতুন নীতিমালা প্রকাশ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে হওয়া এক সিন্ডিকেট মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জি এম মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পদত্যাগ বা স্বেচ্ছায় অবসর গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরসমূহ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র সংগ্রহ করে পদত্যাগ পত্রের সাথে সংযুক্ত করতে হবে। 

আবেদনকারীর আবেদনের তারিখ থেকে পদত্যাগ/স্বেচ্ছায় অবসর গ্রহণ কার্যকর হবে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ৬৫ বছর থেকে আজীবন পেনশনে যান। আর কর্মকর্তা-কর্মচারীরা অবসরে যান ৫৯ বছর থেকে।

নবীনতর পূর্বতন