বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্ভার কাজ করছে না। ঈদের দিন অর্থাৎ গত সোমবার (৩১ মার্চ) থেকে ওই সার্ভারের সকল কার্যক্রম বন্ধ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম জানিয়েছেন, নিরাপত্তার জন্য বন্ধ রাখা হয়েছে সার্ভারটি। মেরামতের কাজ চলছে।
যদিও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর শফিকুল আলম বলেন, সার্ভার রুমের এসি নষ্ট হওয়ায় ঈদের ছুটিতে তা বন্ধ রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির ওই সার্ভারে সকল শিক্ষার্থীর তথ্য ছাড়াও একাডেমিক কার্যক্রমের নানা ডেটা থাকে। এছাড়াও পরীক্ষার ফলাফল, শিক্ষার্থীদের সনদ যাচাই করা হয় সে সার্ভারের মাধ্যমে। সার্ভারটি বন্ধ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের তথ্য চুরির দুশ্চিন্তার কথা জানাচ্ছেন। শিক্ষার্থীদের আশঙ্কা, এতে ঝুঁকির মুখে পড়তে পারে প্রায় ৯ লাখ শিক্ষার্থীর ফলাফলসহ নানা গোপনীয় তথ্য।