মোঃ পারভেজ সেখ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), রংপুরে ২০২৪ সালের 'জুলাই আন্দোলন' চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ কর্মী উজ্জ্বল মিয়াকে আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ চত্বর থেকে তাকে আটক করা হয়।
উজ্জ্বল মিয়া ইংরেজি বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, ১৬ জুলাইয়ের ওই আন্দোলনে তিনি সরাসরি অংশ নিয়েছিলেন এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছিলেন। ঘটনার সময় ধারণকৃত ভিডিও ফুটেজ ও স্থিরচিত্রে দেখা যায়, উজ্জ্বল মিয়া হাতে অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ করছেন।
লোকপ্রশাসন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী জহির রায়হান জানান, “আমরা জানতে পারি উজ্জ্বল মিয়া শহীদ আবু সাঈদ চত্বরে অবস্থান করছেন। এরপর আমরা তাকে ঘিরে ফেলি এবং আইন মেনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করি।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, “ভিসি স্যারের সঙ্গে আলোচনা করে উজ্জ্বল মিয়াকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পরে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ি থেকে তাকে রংপুর মহানগরীর তাজহাট থানায় স্থানান্তর করা হয়। ঘটনার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করার এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা জোর দিয়ে বলেন, হামলার সঙ্গে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে।