ইবি প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে আয়োজিত কুরআনিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল ভবনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।
বিশ্ববিদ্যালয় শিবির শাখার সেক্রেটারি ইয়ুসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, ইবি শিবিরের সভাপতি মাহমুদুল হাসান এবং কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সভাপতি ও সেক্রেটারিসহ প্রায় এক হাজার শিক্ষার্থী।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “যারা কুরআন থেকে দূরে সরে যায়, তারাই ধ্বংসের পথে অগ্রসর হয়। জীবনকে সঠিকভাবে গঠন করতে হলে কুরআন শুধু পড়লেই হবে না, তা বুঝতে হবে এবং জীবনে বাস্তবায়ন করতে হবে। কুরআন আমাদের জীবনের পথপ্রদর্শক।”
অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারীদের উপস্থিতিতে মিলনমেলায় রূপ নেয় এ আয়োজন।