সুনামগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ


সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীরা পর্যাপ্ত ওয়ার্ড সুবিধার অভাব ও দ্রুত হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছেন। একইসঙ্গে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন তারা।

বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের মদনপুর এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা।

এ সময় সড়কের দুই পাশে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে তারা যান চলাচল বন্ধ করে দেন। এতে সিলেট-সুনামগঞ্জ সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এর আগে মঙ্গলবার একই দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়ায় আরও কঠোর কর্মসূচি নেওয়া হয় বলে জানান তারা।

খবর পেয়ে প্রথমে পুলিশ ও পরে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। তবে কোনো আশ্বাসে সন্তুষ্ট না হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে স্থানীয় সাধারণ মানুষও অবরোধে যোগ দিয়েছেন।

নবীনতর পূর্বতন