বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের গুচ্ছভর্তি পরিক্ষা অনুষ্ঠিত


 মোঃ পারভেজ সেখ: গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (বাণিজ্য অনুষদ) ভর্তি পরীক্ষা দেশের অন্যান্য কেন্দ্রের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরেও (বেরোবি) সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ২ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল ৯৫ দশমিক ৮২ শতাংশ।

পরিক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী সাংবাদিকদের জানান, “গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের ফলে শিক্ষার্থীদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে। পাশাপাশি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াতের ভোগান্তিও অনেকাংশে কমেছে।”

তিনি আরও বলেন, “১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গঠিত গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা এবার পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছি।”

উল্লেখ্য, আগামী ২ মে ‘বি’ ইউনিটের (মানবিক অনুষদ) এবং ৯ মে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার আসন বিন্যাস, ফলাফল এবং প্রয়োজনীয় নির্দেশনাসহ সব তথ্য পাওয়া যাবে (https://gstadmission.ac.bd) ওয়েবসাইট।

নবীনতর পূর্বতন