খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে দুটি গুরুত্বপূর্ণ ক্রীড়া আয়োজন—আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা ও আন্তঃডিসিপ্লিন নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫। আগামী ২৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই আয়োজনে অংশ নেবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ডিসিপ্লিনভুক্ত শিক্ষার্থীরা।
আন্তঃহল ফুটবল টুর্নামেন্টটির আয়োজন করছে খুলনা বিশ্ববিদ্যালয় ফুটবল অ্যাসোসিয়েশন, যেখানে প্রতিটি হল নিজ নিজ দলের হয়ে মাঠে নামবে। এই খেলাগুলো অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনের বেলায়। অপরদিকে, খুলনা বিশ্ববিদ্যালয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য আন্তঃডিসিপ্লিন নাইট ক্রিকেট টুর্নামেন্ট হবে শর্টপিচ ফরম্যাটে, যা সন্ধ্যার পর শুরু হয়ে চলবে গভীর রাত পর্যন্ত।
আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের খেলাধুলার দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর উদ্দেশ্যে এ আয়োজন নেওয়া হয়েছে। টুর্নামেন্ট ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
প্রতিযোগিতায় বিজয়ী ও রানার-আপ দলকে ট্রফি ও সম্মাননা প্রদান ছাড়াও বিশেষ ক্রীড়া পারফরম্যান্সের জন্য থাকবে আলাদা পুরস্কার।