পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়নে রাবিতে ‘ই-এক্সাম’ প্রশিক্ষণ শুরু


রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২২ এপ্রিল ২০২৫: প্রযুক্তির ছোঁয়ায় উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করার প্রয়াসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘ই-এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি। আজ সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে এ কর্মশালার উদ্বোধন করেন মাননীয় উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।
 
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. হাসনাত কবীর, আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর মো. ছাইফুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মোহাম্মদ সাজ্জাদুর রহিমসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
 
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এখন সময়ের দাবি নয়, বরং একান্ত প্রয়োজন। ই-পরীক্ষা ব্যবস্থাপনার মাধ্যমে আমরা যেমন সময় বাঁচাতে পারব, তেমনি নির্ভুলতা, স্বচ্ছতা এবং প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের সুযোগ তৈরি হবে।”
 
এই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষাসংক্রান্ত ১২২ জন কমিটি সভাপতি এবং ৬১ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নিচ্ছেন। প্রথম দিনে কলা অনুষদভুক্ত বিভাগের সংশ্লিষ্টরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
 
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে এবং পর্যায়ক্রমে অন্যান্য অনুষদের প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করবেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ উদ্যোগ রাবির একাডেমিক পরিবেশে প্রযুক্তিনির্ভর এক নতুন মাত্রা যোগ করবে।
 
উল্লেখ্য, এই তথ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত হয়।

নবীনতর পূর্বতন