নোয়াখালী কলেজে প্রতিবার বৃষ্টিতেই জলাবদ্ধতার যন্ত্রণা


আব্দুর রহিম, নোসক প্রতিনিধি
: অল্প সময়ের সামান্য বৃষ্টিতেই নোয়াখালী সরকারি কলেজ চত্বরে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। কলেজের মূল ফটক থেকে শুরু করে একাডেমিক ভবনের সামনের পথগুলো হাঁটু সমান পানিতে ডুবে আছে, যার ফলে শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

বিশেষ করে সকালে ক্লাসে প্রবেশ ও বিকেলে বের হওয়ার সময় শিক্ষার্থীদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। কলেজের একাধিক ছাত্রছাত্রী অভিযোগ করে বলেন, “প্রতিবার বৃষ্টি হলেই একই অবস্থা হয়। অনেক সময় ক্লাসে উপস্থিত হতে দেরি হয়, এমনকি কেউ কেউ পানি এড়াতে বাড়িতেই থেকে যান।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় এই সমস্যা প্রকট হয়ে উঠেছে। কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবেই প্রতি বছর বর্ষা মৌসুমে একই চিত্র দেখা যায়।

নোয়াখালী কলেজের একজন শিক্ষক জানান, “আমরা বারবার সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এতে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে।”

শিক্ষার্থীদের অভিমত, অবিলম্বে এই জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে তারা আন্দোলনে যেতে বাধ্য হবেন।

নবীনতর পূর্বতন