ইবি প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে থাকা শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে অনশনে বসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতৃবৃন্দ।
বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ইবি’র প্রশাসন ভবন চত্বরে অনশন শুরু করেন সংগঠনের সমন্বয়ক এস. এম. সুইট। তার সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থী অনশনে অংশ নেন। তারা জানান, কুয়েট ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, “কুয়েট ভিসি মাছুদ দলীয় পক্ষপাতদুষ্ট, আর্থিকভাবে দুর্নীতিগ্রস্ত ও প্রশাসনিকভাবে অযোগ্য। তার সময়ে শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছেন, অথচ উল্টো তাদের বিরুদ্ধেই মামলা হয়েছে। এমনকি তার প্রভাব বিদেশ পর্যন্ত বিস্তৃত। সরকারও এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নিচ্ছে না।”
সমন্বয়ক এস. এম. সুইট বলেন, “কুয়েট প্রশাসন ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের ওপর ভুল সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। শিক্ষার্থীরা মনে করেন, ভিসির নৈতিকতা ও দায়িত্ববোধে বড় ধরনের ঘাটতি রয়েছে। আমাদের ভাইয়েরা ৪৮ ঘণ্টা ধরে অনশনে রয়েছেন। আমরাও তাদের পাশে আছি এবং অনশন চালিয়ে যাব, যতক্ষণ না ভিসি পদত্যাগ করেন।”
উল্লেখ্য, কুয়েটের উপাচার্যের অপসারণের দাবিতে মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে আমরণ অনশনে বসেছেন ৩২ জন শিক্ষার্থী। অনশনের ২৪ ঘণ্টার মধ্যেই প্রচণ্ড গরম ও আর্দ্রতার কারণে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।