ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রাসূল মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে এক কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. মোজাম্মেল হক।
জানা যায়, বিভাগের শিক্ষার্থীরা অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বহুদিন ধরে আপত্তিকর মন্তব্যের অভিযোগ করে আসছিলেন। সর্বশেষ সোমবার (২১ এপ্রিল) তার একটি মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে তিনি মৌখিক মুচলেকা দিয়ে মুক্তি পান।
ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অধ্যাপক ড. শফিকুল ইসলামকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “এ ধরনের বক্তব্য ইসলাম ধর্মের অবমাননার শামিল। প্রশাসনের উচিত অবিলম্বে তদন্ত শেষে দোষী প্রমাণিত হলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা।” তাঁরা আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের মতো পবিত্র জ্ঞানচর্চার স্থানে কেউ নবীজি (সা.)-কে নিয়ে কটূক্তি করলে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
বক্তারা দ্রুত বিচার ও প্রশাসনের কঠোর অবস্থান দাবি করেন এবং প্রশাসনের সিদ্ধান্তে বিলম্ব হলে আগামীতে দেশব্যাপী কর্মসূচির হুঁশিয়ারিও দেন।