কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন


রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুয়েট (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)এর উপাচার্যর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ থেকে আমরণ অনশন শুরু করেছে।
 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বশীলতা প্রশ্নবিদ্ধ হলে, সেখানে শিক্ষার পরিবেশ বিপর্যস্ত হয়। কুয়েটের শিক্ষার্থীদের ওপর প্রশাসনিক নিপীড়ন ও বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে আমরা চুপ থাকতে পারি না।”
 
এই অনশন কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা দাবি করেন, “আমরা কুয়েট শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে। ভিসির অব্যাহত স্বৈরাচারী আচরণ, প্রশাসনিক অদক্ষতা ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো সময়ের দাবি।”রাবি শিক্ষার্থীদের এই পদক্ষেপে ক্যাম্পাসে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা জানান, কুয়েট প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আরও বড় পরিসরে আন্দোলনের ঢেউ উঠবে।
 
উল্লেখ্য, কুয়েটের সাম্প্রতিক নানা অনিয়ম, দুর্নীতি ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন চলছে, যার প্রতি সংহতি জানিয়ে রাবির এই কর্মসূচি শুরু হয়।রাবির আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অনশন চলবে।

নবীনতর পূর্বতন