আব্দুর রহিম, নোসক প্রতিনিধি: বৈষম্যবিরোধীদের নেতৃত্বে কিছু সন্ত্রাসী ও টোকাইরা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ কে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল।
আজ সোমবার (২১ এপ্রিল) সকালে নোয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাসে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নোসক ছাত্রদল আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে নোসক ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ফ্যাসিস্ট আওয়ামিলীগের পতন করতে গিয়ে আমাদের ছাত্রদলের ১৪৫ জন নেতাকর্মী জীবন দিয়েছে। দেশের হাজার হাজার মানুষ নিহত ও গুলিবিদ্ধ হয়েছে। যাদের রক্তের বিনিময়ে বৈষম্যবিরোধী তৈরি হয়েছে তারা তাদের রক্তের সাথে বেইমানি করেছে। বৈষম্য বিরোধী নামে কমিটি করে বিভিন্ন অফিসে অফিসে চাঁদাবাজি ও টেন্ডারবাজি করতেছে। বৈষম্যবিরোধীদের নেতৃত্বে কিছু সন্ত্রাসী ও টোকাইরা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ কে হত্যা করেছে। দেশে সব সন্ত্রাসের নেতৃত্ব দিচ্ছে তারা।
মানববন্ধন সমাবেশে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা ফ্যাসিস্ট আওয়ামীলীগের বিরুদ্ধে আন্দোলন করেছি। কিন্তু সেই বৈষম্যবিরোধীদের হাতে আমাদের ভাই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ নিহত হয়েছে। আমরা এ হত্যার বিচার চাই। হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ১৯৭১ সালে শেখ মুজিবের দোসর ছিলো রক্ষীবাহিনী, স্বাধীনতার পরে তারা যেভাবে দেশের মানুষের উপর অত্যাচার করেছে ঠিক একইভাবে ২৪ এর গণঅভ্যুত্থানের পর বৈষম্যবিরোধীরা একই আচরণ করতেছে।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।