রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল ২০২৫) রাত ৯টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশ নেন।
গায়েবানা জানাজা শেষে শিক্ষার্থীরা বলেন, “পারভেজ কোনো অপরাধী ছিল না। সে ছিল স্বপ্নবান ও সচেতন একজন তরুণ, যাকে বর্বরভাবে হত্যা করা হয়েছে। আমরা তার আত্মার শান্তি কামনার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
তারা আরও বলেন, “যথাযথ তথ্য ও প্রমাণের ভিত্তিতে হত্যাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। প্রশাসনের প্রতি আমাদের জোর দাবি, যেন এই হত্যাকাণ্ড কোনোভাবেই ধামাচাপা না পড়ে।”
উল্লেখ্য, জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনা দেশের শিক্ষার্থী মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ন্যায়বিচারের দাবিতে ছড়িয়ে পড়েছে একাধিক প্রতিবাদ বার্তা।