জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) লেক খননের দাবি এবং মহাপরিকল্পনা ছাড়া নতুন করে গাছ কেটে ভবন নির্মাণের প্রস্তুতির প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন একদল শিক্ষার্থী।
রোববার (২০ এপ্রিল) বিকেলে 'জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন।
শিক্ষার্থীরা নতুন প্রশাসনিক ভবনের পেছনে, গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদের সম্প্রসারিত ভবনের জন্য বরাদ্দকৃত স্থানে (পরিবেশ বিজ্ঞান ভবনের সামনের জঙ্গলে) এবং সবুজে ঘেরা সুইজারল্যান্ড নামক স্থানের পাশে ঘাসের মাঠে (একসময়ের লেক) প্লাকার্ড হাতে মানববন্ধন করেন।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সামনের জঙ্গলে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। ইতিমধ্যে ওই স্থানে সুতা টাঙিয়ে লাল পতাকা ঝুলিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে। স্থানটিতে ভবন নির্মাণ করা হলে অন্তত ৫০ টি গাছ কাটা পড়বে। এর আগে, পরিবেশ বিজ্ঞান বিভাগের পাশের জলাশয় ভরাট করে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের সম্প্রসারিত ভবনের উদ্যোগ নেয় গত প্রশাসন। তবে সেসময় শিক্ষার্থী এবং পরিবেশবিদদের বাধার মুখে বর্তমান প্রশাসন ওই স্থানটি থেকে সরে এসেছে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের লেকগুলোতে পানি না থাকায় এবং ঘাস চাষ করায় বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছেন। শিক্ষার্থীরা এই লেকগুলো পুনরায় খনন করে পানির প্রবাহ নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে মানববন্ধনে অংশগ্রহণকারী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের একাংশের সভাপতি অমর্ত্য রায় বলেন, স্বৈরাচারী হাসিনার উন্নয়ন দর্শনের প্রতিফলন দেখতে পাচ্ছি গণঅভ্যুত্থান পরবর্তী প্রশাসনে। মাস্টারপ্ল্যানের টেন্ডার নিয়ে টালবাহানা, যত্রতত্র গাছ কাটার আয়োজন এবং লেকগুলোকে মাঠ হতে দেওয়াসহ নানান কাজে প্রশাসনের চটুলতা দেখা যাচ্ছে। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে প্রশাসন যত্রতত্র শপিং লিস্ট উন্নয়ন না করে মাস্টারপ্ল্যানের ভিত্তিতে কাজ করুক, লেকগুলো খননের কাজ শুরু করুক।’