কয়রা উপজেলা স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে আইয়ুব-বিপ্লব

গোবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) অধ্যয়নরত কয়রা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন “কয়রা উপজেলা স্টুডেন্ট এসোসিয়েশন”-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে আইয়ুব আলীকে সভাপতি এবং বিপ্লব কুমার মন্ডলকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি জুবায়ের আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক ইমাম উল হাসান, অর্থ সম্পাদক সাবিহা মাহাবুব, দপ্তর সম্পাদক জাকিয়া ফারজানা, ক্রীড়া সম্পাদক জুনায়েদ আহমেদ, প্রচার সম্পাদক হাবিবা খাতুন এবং ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস মুন্নি। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ রাকিবুল ও আছিয়া।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি আইয়ুব আলী বলেন, “এই দায়িত্ব পেয়ে আমি গর্বিত। কয়রা উপজেলার শিক্ষার্থীদের কল্যাণে এবং আমাদের ঐক্য ও সংগঠনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আমরা কাজ করে যাব। সকলের সহযোগিতা কামনা করছি।”
সাধারণ সম্পাদক বিপ্লব কুমার মন্ডল বলেন, “এই সংগঠনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পাশে থেকে সহযোগিতা করতে চাই। একে অপরের সুখ-দুঃখে পাশে থেকে শিক্ষাবান্ধব একটি পরিবেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

নবীনতর পূর্বতন