ইবি উপাচার্যের সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


ইবি প্রতিনিধি
: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্তর্জাতিক একাডেমিক ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকাস্থ মিশরীয় দূতাবাসে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন ইবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও মিশরের মান্যবর রাষ্ট্রদূত ওমর ফাহমী।

সোমবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার তারেক মাহমুদ হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে আল-আযহার বিশ্ববিদ্যালয়সহ মিশরের অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ইবি’র একাডেমিক, সাংস্কৃতিক এবং গবেষণা সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎ শেষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ রাষ্ট্রদূত ওমর ফাহমীর হাতে বিশ্ববিদ্যালয়ের ডায়েরি এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক "ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তা"-এর একটি কপি তুলে দেন।

নবীনতর পূর্বতন