রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেল অবরোধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেল অবরোধ

স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে রেলপথ অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের রেলগেটে এ কর্মসূচি শুরু হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯ বছর পেরোলেও শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরুর কোনো উদ্যোগ দেখা যায়নি। ডিপিপি অনুমোদনের দাবি জানিয়ে বহুবার আন্দোলন করলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।

এ দাবিতে তাঁরা ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবসের সব আয়োজন বর্জন করেন। এরপর মহাসড়ক অবরোধ, পথনাটক, প্রতীকী ক্লাস ও মানববন্ধনের মতো কর্মসূচি পালন করেন।

এর আগে, গত রবিবার (১০ আগস্ট) মহাসড়ক অবরোধের কারণে প্রায় ২ ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ ছিল।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের এ অবরোধের ফলে ট্রেনের সময়সূচি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস এবং চিলাহাটি ও কুড়িগ্রাম থেকে ঢাকাগামী ননস্টপ ট্রেনগুলোর বিলম্ব হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রেলওয়ে পুলিশ ও উল্লাপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।

নবীনতর পূর্বতন