আমাতুল্লাহ ফারাবী ঈশাঃ বিশ্ববিদ্যালয় জীবন কেবল উচ্চশিক্ষার পাঠশালা নয়, বরং স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার এক রোমাঞ্চকর অধ্যায়। জীবনে নানা চড়াই-উতরাই অতিক্রম করে একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে যেখানে উচ্ছ্বাস, জ্ঞানপিপাসা আর বিশ্বজয়ের প্রত্যাশা মিলেমিশে তৈরি করে এক অনন্য জীবনযাত্রা। সেই যাত্রাপথে প্রকৃতির সান্নিধ্য যদি যুক্ত হয়, তবে তা হয়ে ওঠে অন্যরকম অভিজ্ঞতা। আর এই বিরল অভিজ্ঞতার বাস্তব রূপ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)।
পাহাড় ও হ্রদের শান্ত মায়াময় আবহে দাঁড়িয়ে থাকা রাবিপ্রবি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং প্রকৃতি ও জ্ঞানের মিলনস্থল। এখানে শিক্ষার্থীরা একদিকে যেমন উচ্চশিক্ষার দীক্ষা লাভ করছে, অন্যদিকে প্রকৃতির রূপ-লাবণ্য তাদের মানসিক প্রশান্তি ও অনুপ্রেরণা জোগাচ্ছে প্রতিনিয়ত। পাহাড়ের ছায়া, কাপ্তাই হ্রদের তরঙ্গ, ঝিরিঝিরি বাতাস আর সবুজ বনানী শিক্ষার্থীদের একাডেমিক জীবনে এনে দেয় এক নতুন প্রাণশক্তি।
এই বিশ্ববিদ্যালয়ের বিশেষত্ব শুধু মনোরম প্রাকৃতিক পরিবেশেই সীমাবদ্ধ নয় বরং শিক্ষার্থীদের জীবনযাত্রায়ও এর ছাপ স্পষ্ট। তারা স্থানীয় বাজার থেকেই প্রতিনিয়ত সংগ্রহ করতে পারে তাজা শাকসবজি, ফলমূল। একইসাথে জ্ঞান আহরণ, গবেষণা, আত্মোন্নয়ন এবং কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনেও রাবিপ্রবি এক অনন্য ভরসাস্থল।
ক্যাম্পাসের প্রতিটি কর্নার শিক্ষার্থীদের জন্য একেকটি শিল্পিত অনুরণন—তেঁতুল তলা, সিঙ্গেল ব্রিজ, সেন্ট্রাল ফিল্ড, ল্যান্ডস্কেপ পয়েন্ট, বিজয় স্মৃতিস্তম্ভ কিংবা ক্যাফেটেরিয়া সবখানেই ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপে ধরা দেয় প্রকৃতির অনন্য সাজ। মেঘলা আকাশ থেকে হঠাৎ রৌদ্রোজ্জ্বল বিকেল, কিংবা দূরের পাহাড় ঘিরে বৃষ্টির খেলা সবই শিক্ষার্থীদের জীবনচিত্রে এঁকে দেয় অনন্য সৌন্দর্য।
ক্লাস, এসাইনমেন্ট, ল্যাব রিপোর্ট ও পরীক্ষার চাপের মাঝেও শিক্ষার্থীরা মুগ্ধ হয়ে ছুটে যায় সুবলং, বরাদম কিংবা ফুরোমনের মতো অপার সৌন্দর্যের স্থানে। আর এভাবেই উৎফুল্ল পরিবেশে তারা গড়ে তুলছে নিজেদের জ্ঞান, ব্যক্তিত্ব ও মনন।
এক যুগের পথচলায় নানা বাধা-বিপত্তি পেরিয়ে রাবিপ্রবি আজ প্রতিষ্ঠিত হচ্ছে দেশের অন্যতম বিদ্যাপীঠ হিসেবে। শিক্ষার পাশাপাশি পর্যটন সম্ভাবনা, প্রাকৃতিক সৌন্দর্য এবং জ্ঞানের উৎকর্ষে এটি হয়ে উঠছে শিক্ষার্থীদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য।
রাবিপ্রবি তাই শুধু পাহাড়ি প্রকৃতির বুকে দাঁড়িয়ে থাকা একটি বিশ্ববিদ্যালয় নয় এটি প্রকৃতি, স্বপ্ন ও জ্ঞানের এক অনন্য সেতুবন্ধন যেখানে শিক্ষা হয়ে ওঠে জীবনের পূর্ণতার সাধনা।
লেখকঃ শিক্ষার্থী, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়