পাবিপ্রবি প্রতিনিধি: বিজয়ের রঙে রঙিন হয়ে উঠেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। লাল-সবুজের আলোকসজ্জায় মোড়ানো পুরো ক্যাম্পাস যেন একখণ্ড বাংলাদেশের পতাকা। আলো যেন নিজস্ব ভাষায় কথা বলছে—আর সেই ভাষায় লাল-সবুজ মানেই প্রিয় বাংলাদেশ। তবে বিজয়ের এই আনন্দমুখর পরিবেশে নীল-হলুদসহ নানা রঙের আলোর সমারোহও চোখে পড়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে সরেজমিনে দেখা যায়, মহান বিজয় দিবসকে বরণ করে নিতে বর্ণিল সাজে সেজেছে পাবিপ্রবি ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, অডিটোরিয়াম ভবন, চারটি আবাসিক হলসহ ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কগুলো সাজানো হয়েছে বাহারি আলোর ঝলকানিতে। লাল-সবুজের আলোকসজ্জা ফুটিয়ে তুলেছে মহান মুক্তিযুদ্ধের বিজয়গাঁথা।
আলোকসজ্জা উপভোগ করতে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে ক্যাম্পাসজুড়ে। আনন্দঘন এই পরিবেশে বিজয় দিবসের তাৎপর্য যেন নতুন করে অনুভব করছেন সবাই।
বিজয় দিবস উপলক্ষে আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ হল ফিস্টের আয়োজন করা হয়েছে, যা শিক্ষার্থীদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। এ আয়োজনকে ঘিরে আবাসিক শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
আবাসিক শিক্ষার্থী নোমান বলেন, “বিজয় দিবস উপলক্ষে ক্যাম্পাসের এমন আলোকসজ্জা ও হল ফিস্ট আমাদের অনেক আনন্দ দিয়েছে। প্রশাসনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
অপর আবাসিক শিক্ষার্থী রাফি বলেন, “প্রশাসনের পক্ষ থেকে যে সুন্দর আয়োজন করা হয়েছে, তাতে আমরা খুবই খুশি। বিজয় দিবসের আনন্দ আমরা সবাই একসাথে উপভোগ করতে পারছি—এটাই সবচেয়ে বড় পাওয়া।”
