‎বিজয় দিবসে পাবিপ্রবি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

‎বিজয় দিবসে পাবিপ্রবি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

‎পাবিপ্রবি প্রতিনিধি: মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাব। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সোহেলের নেতৃত্বে প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
‎এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক এমরান হোসাইন তানিম, কোষাধ্যক্ষ আলফি সানি, কার্যনির্বাহী সদস্য বিএম মিকাইল হোসাইন, সাজ্জাদুল ইসলাম সহ প্রেসক্লাবের অন্যান্ন সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো: রাশেদুল হক ও অধ্যাপক ড. মীর হুমায়ুন কবির। 
‎উল্লেখ্য, দিবসটি উপলক্ষে আজ সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলামের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা অতিক্রম করে স্বাধীনতা চত্তরে এসে শেষ হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম, রেজিস্ট্রার  বিজন কুমার ব্রহ্ম, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র পরামর্শ ও  নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: রাশেদুল হকসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা -কর্মচারীবৃন্দ। র‍্যালি শেষে স্বাধীনতা স্তম্ভে  পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। 

নবীনতর পূর্বতন