কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়কে (ইবি) গুচ্ছ ভুক্ত হয়েই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আয়োজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল বৃহস্পতিবার ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্টের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, গত ১৪ জানুয়ারি পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে ইবিসহ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে কমিশনের সভায় গুচ্ছ পদ্ধতিটি সফল হিসেবে প্রমাণিত। এর আগেও এই শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করার নিমিত্তে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপস্থিতিতে গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি কমিটির একাধিক সভা অনুষ্ঠিত হয়।
‘গুচ্ছে ভর্তি পরীক্ষা পদ্ধতিতে থাকছে না ইসলামী বিশ্ববিদ্যালয়’ শিরোনামে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ কমিশনের দৃষ্টিতে আসায় বিষয়টি নিয়ে কমিশনের পক্ষ থেকে গুচ্ছ ভুক্ত ভর্তি কমিটির আহ্বায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অবহিত নন বলে জানান।
এর পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিয়ে আলোচনার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষক প্রতিনিধির সঙ্গে কমিশন মতবিনিময় সভা আহ্বান করে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষক প্রতিনিধিরা সভায় উপস্থিত না হতে পারার জন্য দুঃখ প্রকাশ করে কমিশনকে অবহিত করেন। যেটি কমিশনের কাছে খুবই অনাকাঙ্ক্ষিত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৪ জানুয়ারি মতবিনিময় সভার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপস্থিতিতে জিএসটি গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি কমিটির একাধিক সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা এই পর্যায়ে পরিবর্তনের সুযোগ নেই। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কমিশন কর্তৃপক্ষের বিস্তারিত আলোচনা হয়েছে।
এমতাবস্থায়, ওই (১৪ জানুয়ারি) সভার সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ ভুক্ত হয়ে পূর্বের তিনটি ভর্তি পরীক্ষার ধারাবাহিকতায় গুচ্ছের আওতায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষক সমিতি সাধারণ সভার সিদ্ধান্ত হয়েছে ইবি গুচ্ছে থাকবে না। তারপর একাডেমিক কাউন্সিলেও গুচ্ছ থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত হয় এবং আমরা ইতিমধ্যে বের হয়ে গেছি। এখন ইউজিসি চিঠিতে বলছে, গুচ্ছ থেকে বের হওয়ার সুযোগ নেই। সেই ক্ষেত্রে শিক্ষক সমিতি সাধারণ সভা করে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’