শেখ হাসিনা সরকারকে যাঁরা বৈধতা দিয়েছে, ফ্যাসিস্টদের দোসর হিসেবে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্বাধীনতা স্মারক মাঠে ‘রাষ্ট্র পুনর্গঠনে তারুণ্যের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় শনিবার (২৬ অক্টোবর, ২০২৪) বেরোবির স্বাধীনতা স্বারক মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
আলোচনা সভায় সারজিস আলম জাতীয় পার্টির উদ্দেশ্যে বলেন, ১৬ বছরের ফ্যাসিস্টদের মায়েরা যখন দেশ ছেড়ে পালিয়ে যায়,তাদের ডালপালাগুলো তখন লাফায়! চব্বিশের অভ্যুত্থানের অগ্রজ রংপুর সেই ফ্যাসিস্টদের বিন্দুমাত্র ভয় পায় না। এই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, সরকারি কলেজ, রংপুর জিলা স্কুল, গার্লস স্কুল রংপুরের শিক্ষার্থীদের বিচরণভূমি ও অভয়ারণ্য। যেদিন থেকে আবু সাঈদ বন্দুকের গুলির সামনে বুক পেতে দাঁড়িয়েছে, সেদিন থেকে আমরা রক্ত দিতে শিখে গিয়েছি। আমরা স্পষ্ট করে স্বৈরাচারের দোসরদের বলে দিতে চাই, যদি সামর্থ্য থাকে তবে তারিখ নির্ধারণ করুন, রংপুরের রাজপথে দেখা হবে।
আমরা যাঁরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাজপথে নেমেছিলাম— আমরা যদি ছোটোখাটো স্বার্থ নিয়ে নিজেদের বিভক্ত না করে একতাবদ্ধ হয়ে ৩, ৪, ৫ আগস্টের মতো আবার নামতে পারি তাহলে এই ফ্যাসিস্টদের দোসরদের ডালপালা কেন, ফ্যাসিস্টদের মায়ের মায়েরাও রাজপথে নামতে পারবে না।
একটি জিনিস মনে রাখবেন, এরা গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করবে। শেষ একটি মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। কিন্তু তারা জানে না— তাদের বিষদাঁত ভেঙে দেওয়ার মতো আমাদের কাছে অসংখ্য জিনিস আছে৷
সারজিস আরও প্রশ্ন তুলে বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ এর তিনটি নির্বাচনে যখন বিএনপি ও জামায়াতের ভাইদের ওপর অত্যাচার করা হয়েছে, তখন এই দোসররা কোথায় ছিল? আমাদের ছাত্র ভাইয়েরা নিজেদের মতামত প্রকাশ করলে যখন তাদের জামায়াত-শিবির বলা হতো তখন এই দোসররা কোথায় ছিল? যখন রংপুরে আবু সাঈদকে হত্যা করা হয় তখন এই দোসররা কোথায় ছিল?
কোনো একটি দলের সকল সদস্য বিষফোঁড়া নয়। কিন্তু যারা শেখ হাসিনা সরকারকে সংসদে বৈধতা দিয়েছেন, তারা একেকজন ফ্যাসিস্টের দোসর। এই সুবিধাবাজরা নিজেরা বিরোধী দলের ভূমিকায় এসেছে গাড়ি পাবার জন্য, মন্ত্রীপাড়ায় বাড়ি পাবার জন্য, কিছু বেতন পাওয়ার জন্য, এমপির সিট পাওয়ার জন্য, টেন্ডারবাজি করার জন্য, সিন্ডিকেট করার জন্য, চাঁদাবাজি করার জন্য।