ঢাবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঢাবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় মামার বাড়িতে আত্মগোপনে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক জাহিদুল হককে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার তালশহর ইউনিয়নে এ অভিযান চালায় পুলিশ।

তার বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাকে রাজধানীর শাহবাগ থানা পুলিশের কাছে শুক্রবার (২৫ অক্টোবর বিকেলে হস্তান্তর হয়েছে।

গ্রেফতার জাহিদুল হক ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লামাবাইক এলাকার আনিসুল হকের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থী।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ জানায়, জাহিদুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলে থাকতেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর হামলায় সরাসরি অংশ নেন। সেসময় ছাত্রলীগের বিভিন্ন বিতর্কিত ঘটনায় নেতৃত্ব দেন জাহিদুল। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে জাহিদুল তালশহর (পূর্ব) ইউনিয়নে মামার বাড়িতে আত্মগোপনে ছিলেন।

২১ অক্টোবর ঢাকার শাহবাগ থানায় জাহিদুলের বিরুদ্ধে শিক্ষার্থীর ওপর হামলা, মারধরসহ বিস্ফোরক আইনে মামলা হয়। এর আগে, গত ১০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হওয়া আরেকটি বিস্ফোরক মামলার সন্দেহভাজন আসামি জাহিদুল।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, জাহিদুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ছাত্র-ছাত্রীদের মারধরের নেতৃত্বে ছিলেন। ৫ আগস্টের পর থেকে মামার বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি।
নবীনতর পূর্বতন