'উষা শিক্ষা সমাবেশ-২০২৪' অনুষ্ঠিত

'উষা শিক্ষা সমাবেশ-২০২৪' অনুষ্ঠিত
বাকৃবি প্রতিনিধি: কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সর্বপ্রাচীন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন অর্গানাইজেশন ফর স্টুডেন্ট অ্যাডভান্সমেন্টের (উষা) উদ্যোগে শিক্ষা সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বুড়িচং উপজেলার ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির অডিটোরিয়ামে ওই শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়।

উষা সংগঠনের সভাপতি শেখ মো. মিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানটির উদ্বোধন করেন উষা'র প্রতিষ্ঠাকালীন সভাপতি মোহাম্মদ আবুল ফজল। 

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন ও  বুড়িচংয়ের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মান্নান। 


এসময় আরো বক্তব্য রাখেন ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অফ টেকনোলজির অধ্যক্ষ মো. আবু তাহের, কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হান্নান, খাড়াতাইয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মিজানুর রহমান, আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. তাজুল ইসলাম, মো. আব্দুল কাদের, শঙ্কুচাইল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. মীর হোসাইন, ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. এনামুল হক, উষা'র সাবেক সভাপতি মো. মোজাফ্ফর হোসেন বিপ্লব, মহিবুল আলম জুয়েল, সাধারণ সম্পাদক তারিক ইমাম, সাবেক সভাপতি মোঃ বশীর আল হেলাল, মেজবাহুল আলম তুনন, সহ-সভাপতি ফয়সাল মাহমুদ ইয়াসির, দেলোয়ার হোসেন, মামুনুর রশিদ সোহাগসহ উষা'র সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভালোবাসার জগৎপুরের ইঞ্জিনিয়ার আবদুল হাকিম সবুজ, মানবতার বুড়িচং এর মহিউদ্দিন সবুজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তারেকুল ইসলাম পিয়াস সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। 

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।



/আসিফ ইকবাল 

নবীনতর পূর্বতন