নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জয়বাংলা ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন।
বিক্ষোভ মিছিলটি বঙ্গবন্ধু হল, নজরুল ভাস্কর্য চত্বর হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন হল থেকে শত শত শিক্ষার্থী অংশ নেন। মিছিলে শিক্ষার্থীদের বলতে শোনা যায়— ‘ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান’, ‘ভারতের কালোহাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘মোদির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘উগ্রবাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’।
পরে বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা আগরতলায় দূতাবাসে হামলার ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার দাবি জানান। তারা বলেন, “ভারত আমাদের প্রতিবেশী। তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, তবে কোনোভাবেই রাজা-প্রজার সম্পর্ক হবে না। সার্বভৌম বাংলাদেশের ওপর এই ধরনের হামলা আমরা কখনো মেনে নেব না। ভারতকে অবশ্যই এ ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে।”
শিক্ষার্থীরা আরও বলেন, “শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ভারতের আধিপত্য মেনে নেওয়া হবে না। এ দেশের মাটি আমাদের, এখানে আধিপত্য বিস্তার করতে এলে ভয়াবহ পরিণতি হবে। বাংলাদেশে এখন আর একতরফা শাসন চলবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, আর কোনো প্রভাবশালী রাষ্ট্রের আধিপত্য মেনে নেওয়া হবে না।”