পাবিপ্রবিতে "চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির" নতুন নেতৃত্বে ফাহিম ও নূর


পাবিপ্রবি প্রতিনিধি:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত চুয়াডাঙ্গা জেলা সমিতির ২০২৫-২৬ কার্যবছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুবতাসিম ফুয়াদ ফাহিম কে সভাপতি ও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু মোহাম্মদ নূর কে সাধারণ সম্পাদক করা হয়। 

সংগঠন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান, তিশা খাতুন, লুৎফর নাহার তাশা,সুরাইয়া সালাম বর্ষা, সুবর্ণা কর্মকার, শামীম হাসান, নাঈমুর রহমান, মুক্তাদের সিজন, সৈকত দত্ত, মোঃ সবুজ আলী।

যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ইসরাত জাহান ইমু, মাহফুজুর রহমান, অনিক শান্তরা দীপ্ত। 

সাংগঠনিক সম্পাদক হলেন মামা তরিকুল ইসলাম এবং সহ সাংগঠনিক সম্পাদক হলেন আয়েশা সিদ্দিকা। 


নবগঠিত কমিটির সভাপতি মুবতাসিম ফুয়াদ ফাহিম বলেন, আমি, চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ সমিতি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে গর্বের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের সমিতি শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন, সহমর্মিতা ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি, একাডেমিক ও সহ-শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহ প্রদান এবং বিশ্ববিদ্যালয়ে তাঁদের সুযোগ-সুবিধা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

আমরা বিশ্বাস করি, একটি ঐক্যবদ্ধ ও সচেতন শিক্ষার্থী সমাজই পারে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠা করতে। আগামী দিনে আমাদের এই সংগঠন যেন আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে, সেই প্রত্যাশা করছি।

সকল শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলকে আমাদের পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।


কমিটির সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ নূর জেলা ছাত্র কল্যাণ সমিতির প্রকাশিত নতুন কমিটির সকলকে অভিনন্দন জানান।

তিনি বলেন, আমি, চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ সমিতি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হিসেবে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সমিতির কার্যক্রম দিন দিন আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। আমাদের উদ্দেশ্য শুধু চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা নয়, বরং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে অবদান রাখা।

সমিতির প্রতিটি সদস্য আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা একে অপরের পাশে থেকে একাডেমিক সহায়তা, মানসিক সমর্থন এবং সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করছি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।

চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য রক্ষা করে আমরা এগিয়ে যেতে চাই। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

নবীনতর পূর্বতন