নোয়াখালী সরকারি কলেজ ক্যারিয়ার সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু


নোসক প্রতিনিধি:
নোয়াখালী সরকারি কলেজে শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘নোয়াখালী সরকারি কলেজ ক্যারিয়ার সোসাইটি’। ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠে ৯ সদস্যের আহ্বায়ক কমিটির মাধ্যমে গঠিত হয়েছে নতুন এ প্ল্যাটফর্মটি।

সোমবার (২১ এপ্রিল) দুপুর ২টায় কলেজ ছাত্র সংসদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন, উপাধ্যক্ষ প্রফেসর এ বি এম সানাউল্লাহ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।
ক্যারিয়ার সোসাইটির আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন:
আব্দুর রহমান রবিন – ব্যবস্থাপনা বিভাগ
  রাশেদুল ইসলাম ভুইঁয়া – ইসলামের ইতিহাস বিভাগ
সবুজ – ইসলাম শিক্ষা বিভাগ
ইখতেয়ার হোসাইন – রসায়ন বিভাগ
শাহরিয়ার সৈকত – রসায়ন বিভাগ

এ সময় অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন বলেন,
“ক্যারিয়ার সোসাইটি রাজনৈতিক প্রভাবমুক্ত একটি সামাজিক সংগঠন হিসেবে শিক্ষার্থীদের ব্যক্তিগত ও শিক্ষাগত উন্নয়নে অনন্য ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী। শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।”

অনুষ্ঠানের মাধ্যমে সোসাইটির ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মকৌশল তুলে ধরা হয়। আগামী দিনে বিভিন্ন কর্মশালা, সেমিনার, ক্যারিয়ার কাউন্সেলিং, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামসহ বিভিন্ন কার্যক্রম আয়োজনের ঘোষণা দেয় আহ্বায়ক কমিটি।

নোয়াখালী সরকারি কলেজের শতবর্ষের শিক্ষা ঐতিহ্যের নতুন অধ্যায়ে ‘ক্যারিয়ার সোসাইটি’ শিক্ষার্থীদের জন্য একটি সম্ভাবনাময় পথের দিকনির্দেশনা হয়ে উঠবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

নবীনতর পূর্বতন