ত্রিপুরায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে পাবিপ্রবি বিক্ষোভ মিছিল

ত্রিপুরায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে পাবিপ্রবি বিক্ষোভ মিছিল


পাবিপ্রবি প্রতিনিধি: ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা। তারা এই ঘটনাকে দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ হিসেবে অভিহিত করে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিরোধের ঘোষণা দেন।

আজ সোমবার (২ ডিসেম্বর) রাত ৯:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি স্বাধীনতা চত্বর, প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে অবস্থান নেয়। পরে একই পথ ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ফিরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা 'গোলামী না রাজপথ', 'ভারতের আগ্রাসন গুড়িয়ে দাও', 'ভারতের বিরুদ্ধে ডাইরেক্ট একশন' প্রভৃতি স্লোগানে মুখরিত করেন পুরো ক্যাম্পাস।

সমাবেশে বক্তারা ত্রিপুরার এই হামলার তীব্র নিন্দা জানান এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মিরাজুল ইসলাম বলেন, "১৯৭১ সালে রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ অর্জন করেছি। কিন্তু ভারত সবসময় আমাদের ব্যবহার করেছে, প্রকৃত বন্ধু কখনোই হতে পারেনি। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ কার্যত ভারতের অলিখিত প্রদেশে পরিণত হয়েছিল। কিন্তু এখন, তাদের সেই সুযোগ বন্ধ হয়ে গেছে। ভারতের যে কোনো ষড়যন্ত্র আমরা রুখে দেবো।"

ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, "ভারত অতীতে সিকিম, হায়দ্রাবাদ দখল করেছে। এখন তাদের নজর বাংলাদেশে। তারা আমাদের দেশে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করতে চায়। আমরা ঐক্যবদ্ধ থেকে তাদের এই ষড়যন্ত্র প্রতিহত করবো। বাংলাদেশের বিরুদ্ধে তাদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।"
নবীনতর পূর্বতন